গণিত উৎসব ২০২৬
অনলাইন আয়োজনে স্বাগতম

অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড ২০২৬
তারিখ: ২৬ ডিসেম্বর, ২০২৬

প্রাইমারি ও জুনিয়র:
বেলা ২টা ৩০ মিনিট - ৩টা ৩০ মিনিট

সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি:
বিকাল ৪টা ৩০ মিনিট - ৫টা ৩০ মিনিট


গণিত উৎসব এবার অনলাইনে

যেকোনো ধরনের সাহায্যের জন্য আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করা যাবে। ইমেইল ঠিকানা হলো: support@matholympiad.org.bd। ইমেইল পাঠানো হলে অবশ্যই সেখানে নিজের নাম, ৬ অঙ্কের ইউজারনেম, শ্রেণী এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।

তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে https://matholympiad.org.bd/forgot-password লিংক থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে।

আমরা তোমাদেরকে সকল ইমেইল support@matholympiad.org.bd ঠিকানা থেকে পাঠিয়েছি, তাই ইমেইল ইনবক্সে এই ঠিকানা লিখে খুঁজলে পূর্বের সব ইমেইল সহজেই পাওয়া যাবে।

অলিম্পিয়াডের পূর্বে লগইন করলে “Participate in the Contest” বাটন দেখা যাবে। শুধুমাত্র নির্ধারিত সময়ে সেখানে ক্লিক করলে তোমার জন্য নির্ধারিত প্রশ্নটি দেখতে পারবে। কিন্তু অলিম্পিয়াডের নির্ধারিত সময়ের পূর্বে বা পরে ক্লিক করলে প্রশ্ন দেখা যাবে না।

শুধুমাত্র যারা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ২০২৬-এর জন্য রেজিস্ট্রেশন করেছো, তারাই বাছাই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।

আয়োজনে
Footer logo BdMOC
পৃষ্ঠপোষক
dutch-bangla-bank-logo
ব্যবস্থাপনা
prothom-alo-logo